POST BY: FARHAN TANVIR(ADMIN)
ঐতিহাসিক বাবরি মসজিদের রায় নিয়ে কবিতা EDIT BY: NAIMUL ISLAM
লিখেছেন মোঃ শরীফ আহমেদ
পাঁচশো বছরের ঐতিহ্য
আজ ধূলায় মলিন।
বাবরী তুমি অসহায়,হোলনা কেউ তোমার সহায়।
বিচারের বাণীতে তুমি আজ বিলীন।।
তোমার এই আহুতি,টিকে থাকার আকুতি,সবই বৃথা।
সময়ের খঞ্জরের আঘাতে তুমি আজ অধিকারহীন।।
তোমার যাতনা, তোমার বেদনা,আজ অযাচিত, অবাঞ্ছিত।
অধর্ম আর রাজনীতির কষ্টিপাথরে আজ তুমি মূল্যহীন।।
তোমার আর্তনাদ, তোমার হাহাকার আজ ভুলুন্ঠিত।
ধর্মীয় গোঁড়ামি আর সংকীর্ণতার পেষণে
আজ তুমি অস্তিত্বহীন।।
দুঃখ করো না, তুমি ছিলে ইতিহাস, তুমি গড়েছ ইতিহাস, তুমি রেখে গেলে আর এক বিবর্ণ ইতিহাস।
তুমি দেখো, এবার ভবিষ্যত প্রজন্ম দেখবে এক অমলিন ইতিহাস।।
Comments
Post a Comment